এনজিও পরীক্ষার প্রশ্ন
Sign up to join our community!
Please sign in to your account!
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
জাবেদা কি ?
উঃ জাবেদা হচ্ছে হিসাবচক্রের প্রথম স্তর। হিসাব নিকাশের যে প্রাথমিক বইতে দৈনন্দিন সংঘটিত লেনদেনসমুহ চিহ্নিত করে ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে প্রতিদিন লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে।
হিসাব সমীকরণ বিবরণী কি ?
উঃ যে সমীকরণের মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থার উপাদান সমূহের বা সম্পত্তি, দায়, মালিকানা স্বত্তের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। হিসাব সমীকরণ কে উদ্ভৃত্ত পত্র সমীকরণও বলে। হিসাব সমীকরণের মূলভিত্তি হলও দুতরফা দাখিলা পদ্ধতি। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বীজগণিতক প্রকাশকে হিসাব সমীকরণ বলে।
প্রাপ্তি ও প্রদান হিসাব কি ?
উত্তর: কোন নির্দিষ্ট সময়ে অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার নগদ আদান-প্রদান সংক্রান্ত লেনদেনসমূহ সাজিয়ে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে প্রাপ্তি ও প্রদান হিসাব বলে ।
Rejected Cheque- প্রত্যাথ্যাত চেক
Deposit in Transit- ট্রানজিটে জমা
Interest Earned on Deposit- ব্যাংক জমার সুদ (আয়)
Outstanding Cheque- ইস্যুকৃত চেক, যা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি (বকেয়া চেক)
Interest Payable on Bank Overdraft- ব্যাংক জমাতিরিক্তের সুদ (ব্যয়)
Not Sufficient Fund- এনএসই চেক, ব্যাংক তহবিলে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা
রেওয়ামিল কি ?
উঃ রেওয়ামিল হচ্ছে এমন একটি তালিকা যেখানে আয়,ব্যয়,সম্পদ ও দায় জাতীয় হিসাবগুলোর জেরগুলোকে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাই করা হয়। সকল ব্যক্তিবাচক ও সম্পত্তিবাচক হিসাব এতে আনা হয়। জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা রেওয়ামিলের মাধ্যমে জানা যায়।
খতিয়ান কাকে বলে ?
ইংরেজি Ledge শব্দের অর্থ ‘তাক’। তাক বা শেলফ যেমন বিভিন্ন প্রকার গৃ্হস্থালির জিনিসপত্র সাজিয়ে রাখা হয়। তেমনই খতিয়ানও ব্যবসায়ের লেনদেনগুলোর শ্রেণীবিন্যাস করে আলাদাভাবে রাখা হয়। তাই অনেকে মনে করেন, Ledge শব্দ হতেই Ledger বা খতিয়ানের উৎপত্তি। অর্থাৎ,যে হিসাবের বইতে ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত লেনদেনের হিসাব জাবেদা হতে স্থানান্তরিত করে শ্রেণীবিন্যাস পূর্বক পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্তকারে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে ।
হিসাববিজ্ঞানের উৎপত্তি কবে ? / হিসাববিজ্ঞানের জনক কে ?
ইতালি ও গণিতবিদ লুকা প্যাসিওলি ১৪৯৪ সালে সুন্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা নামক বিখ্যাত গ্রন্থের মাধ্যমে হিসাববিজ্ঞানের উদ্ভাবন করেন । তিনি হিসাববিজ্ঞানের জনক ।