পন্ডিত মশাই ডট কম-এ আপনাকে স্বাগতম । আমাদের ওয়েবসাইটটি ব্যবহার করার পূর্বে, আমরা আপনাকে “নিয়ম ও নীতিমালা” গুলো পড়ে দেখার অনুরোধ করবো । আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের নিয়ম ও নীতিমালাগুলোতে সম্মত হয়েছেন বলে ধরে নেয়া হবে । আপনি যদি কোনো একটি বিষয়েও একমত না হয়ে থাকেন, আমরা আপনাকে অনুরোধ করবো,আমাদের ওয়েবসাইট ব্যবহার থেকে বিরত থাকতে।
১। কন্টেন্ট ব্যবহারবিধিঃ
আমাদের ওয়েবসাইটের সকল কন্টেন্ট আমাদের ব্যবহারকারীদের দ্বারা তৈরী ,এবং কপিরাইট আইন দ্বারা সিদ্ধ । আপনি এগুলোকে নিজ প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, তবে কোনো ব্যবসায়িক কাজে কিংবা অনুমতি ব্যতীত অন্য কোথাও হুবহু পাবলিশ করা যাবে না।
২। ব্যবহারকারীর আচরণবিধিঃ
- আপনি আমাদের ওয়েবসাইটের নিয়ম ও নীতিমালার সাথে সম্মত হচ্ছেন এবং কোনোক্রমেই অন্যের জন্য ক্ষতিকারক এমন কোনো কন্টেন্ট পাবলিশ করবেন না।
- কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেবেন না । বারংবার ভুল তথ্য প্রদান করলে ব্যান করে দেয়া হবে।
- অনুমতি ব্যতীিত কোনো এফিলিয়েট লিঙ্ক পাবলিশ করা যাবে না ।
৩। একাউন্ট তৈরী:
- একাউন্ট খোলার সময় অবশ্যই সঠিক তথ্য প্রদান করবেন।
- আপনার একাউন্টের লগইন ডিটেইলস আমাদের কাছে থাকে না। এসব সঠিকভাবে রক্ষনাবেক্ষনের দায়িত্ব আপনার নিজের।
- যদি আপনার একাউন্ট থেকে কোনোরূপ একটিভিটি লক্ষ্য করেন যেটা আপনি করেন নি, সেক্ষেত্রে দ্রুত আমাদেরকে জানান। আমরা একাউন্টটি সাময়িক ব্লক করে দেবো।
৪। বাহ্যিক লিঙ্কঃ
পন্ডিত মশাই ডট কম মূলত বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে থাকে । কোনো বিজ্ঞাপনে ক্লিক করে তাদের সার্ভিস বা পন্য ক্রয়ের ক্ষেত্রে নিজ দায়িত্বে করতে হবে ।
৫। নীতিমালা পরিবর্তনের অধিকারঃ
কোনোরকম পূর্ব নোটিশ ব্যতিরেকে পন্ডিত মশাই যেকোনো নিয়ম সংশোধনের অধিকার রাখে ।
৬। রাষ্ট্রীয় আইনঃ
এই নীতিমালাগুলো অবশ্যই বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী বৈধ । কোনো অবৈধ নীতিমালা পন্ডিত মশাই ডট কম করে না, করবেও না ইন শা আল্লাহ্।
৭। উপার্জনঃ
পন্ডিত মশাই ডট কম-এর মাধ্যমে উপার্জন করতে চাইলে আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপ ক্রয় করতে হবে । এজন্য আগে প্রয়োজনীয় তথ্য দিয়ে Sign Up করুন।
প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি ৫০ পয়সা করে উপার্জন করতে পারবেন। এছাড়া ,আপনার রেফার লিঙ্ক হতে কেউ প্রিমিয়াম মেম্বারশিপ ক্রয় করলে, প্রতি একাউন্টের জন্য ৫০ টাকা করে বোনাস দেয়া হবে । কমপক্ষে ৫০ টাকা একাউন্টে জমা হলেই টাকা তুলে নিতে পারবেন । তবে দিনে একবারের বেশি পেমেন্ট রিকুয়েস্ট দেয়া যাবে না । কাজেই চেষ্টা করবেন, একসাথে বেশি এমাউন্টের রিকুয়েস্ট দিতে ।
কোনো নীতিমালা পরিবর্তন হলেও যিনি প্রিমিয়াম মেম্বারশিপ ক্রয় করেছেন, তিনি এই নিয়মেই পেমেন্ট পেতে থাকবেন, কোনোরূপ পরিবর্তন করা হবে না ।
আরো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে মেইল করুনঃ contact@panditmoshai.com.
পন্ডিত মশাই পরিবারের সদস্য হওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আমরা আপনাকে নিয়ে একত্রে ইন শা আল্লাহ্ একটি পজিটিভ বাংলা কমিউনিটি গড়ে তুলতে পারবো বলে আশাবাদী ।
Last Updated: [31-07-2023]