পন্ডিত মশাই ডট কম- থেকে যেভাবে আয় শুরু করবেনঃ
১। প্রথমেই সাইন আপ বাটন থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
২। অতঃপর ০১ বছরের জন্য প্রিমিয়াম প্যাকেজটি কিনে ফেলুন ।
৩। এরপর যেকোনো একটি প্রশ্নের ক্যাটাগরিতে গিয়ে অনুত্তরিত প্রশ্ন বা যে প্রশ্ন টির উত্তর করা হয় নি, সেগুলোর উত্তর করতে থাকুন।
৪। কোনো প্রশ্নের উত্তর দেয়া থাকলে সেটার উত্তর করার প্রয়োজন নেই । তবে করলেও তার চেয়ে ভালো উত্তর জানা থাকলে করতে পারেন । হুবহু কপি করবেন না ।
৫। আপনার বন্ধুদেরকে জয়েন করতে উৎসাহিত করুন । কারণ, আমাদের অনেক বেশি একটিভ মেম্বার প্রয়োজন ।
৬। ভুলেও নিজে নিজের রেফারেল লিঙ্ক দিয়ে বিভিন্ন ভুয়া ইমেইল খুলে সাইন আপ করবেন না। পরপর ৫ টা এমন ভুয়া একাউন্ট চোখে পরলে প্রথমে সাত দিনের জন্য বহিঃস্কার করা হবে । এরপরেও সাবধান না হলে, স্থায়ীভাবে বহিঃস্কার করা হবে, সেই সাথে কোনো রকম পেমেন্ট দেয়া হবে না ।